পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের সাক্ষাৎ

Admin
2 Min Read

বৈঠকে বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক কীভাবে আররো উন্নয়ন করা যায়, সেসব বিষয় নিয়ে কথা হয়েছে বলে জানিয়েছেন বিএপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

বাংলাদেশে সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির ৬ সদস্যের একটি প্রতিনিধি দল। শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যা ৬ টায় ঢাকায় পাকিস্তানের দূতাবাসে এ বৈঠক শুরু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

বৈঠকের বিষয়ে বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ টিবিএসকে বলেন, বৈঠকে বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক উন্নয়ন নিয়ে কথা হয়েছে। কীভাবে সম্পর্ক আরো উন্নয়ন করা যায়, সেসব বিষয় নিয়ে কথা হয়েছে। আঞ্চলিক জোট সার্ককে সক্রিয় করার বিষয়ে কথা হয়েছে। পাকিস্তান বাংলাদেশে ভালো একটি নির্বাচন দেখতে চায় বলেও জানান তিনি।

বিএনপি প্রতিনিধি দলে আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটি সদস্য আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিম রহমান, বিএনপি ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব) আলতাফ হোসেন চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

উল্লেখ্য, দুই দিনের সফরে আজ শনিবার দুপুরে ঢাকায় পৌঁছেছেন ইসহাক দার। প্রায় ১৩ বছর পর কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর এটিই প্রথম বাংলাদেশ সফর।

ইসহাক দার বাংলাদেশের উদ্দেশে রওনা হওয়ার পর পররাষ্ট্র মন্ত্রণালয় এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে এই সফরকে ‘ঐতিহাসিক’ বলে উল্লেখ করে। এটি আরও জানায়, ইসহাক দার বাংলাদেশের শীর্ষ নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন।

About The Author

Share This Article
Leave a comment