হবিগঞ্জে ছাত্রদল নেতার বাড়িতে ডাকাতি

Admin
1 Min Read

হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের আনন্দ গ্রামে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। এতে চৌমুহনী ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি হোসাইনসহ দুইজন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২৩ আগস্ট) দিবাগত রাতে একদল ডাকাত অস্ত্রশস্ত্র নিয়ে হোসাইনের বাড়িতে প্রবেশ করে। তারা পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট করে নেয়। এসময় বাধা দিলে ডাকাতরা হোসাইনসহ আরও একজনকে কুপিয়ে গুরুতর আহত করে।

পরে খবর পেয়ে কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তুফার নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে এখনও কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তুফা বলেন, অভিযুক্তদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

About The Author

Share This Article
Leave a comment